NAJMUL BLOG

Writer & Researcher Analyst

Najmul Blog

অন্তর্বর্তীকালীন সরকার ও অসন্তোষ

ছাত্র-গণআন্দোলনের স্ট্রাটেজি ও লজিস্টিক সরবরাহকারীদের দাবি অনুযায়ী ড. ইউনূস প্রধান উপদেষ্টা হয়েছেন। কিন্তু উপদেষ্টা পরিষদের বাকি ১৬জনের মধ্যে আর কেউ আমাদের পছন্দ অনুযায়ী হননি। 

এ অবস্থায় বিষয়টি স্পষ্ট করা দরকার যে আমরা অসন্তুষ্ট।  কয়েকজন সমন্বয়ককে সামনে রেখে আন্দোলনকে নেপথ্যে থেকে যারা সারা দেশে পরিচালনা করেছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক ও ডিজিএফআইয়ের প্রতি ক্ষুব্ধ।

আমরা জানতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারে কেন গত ১৬ বছরের নির্যাতিত নিপীড়িত ও ছাত্র-গণআন্দোলনকে বুকের রক্ত দিয়ে বিজয়ী করা রাজনৈতিক পক্ষগুলোর মনোনীত কোনো সদস্য কেন নাই?

লিবারেল ও বাম সুশীল সমাজের লোকেরা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে। একজন আলেমকে নেওয়া হয়েছে তিনি গত ১৬ বছর আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন। তিনি প্রধান ইসলামী ধারার প্রতিনিধিত্ব করেন না।আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এমন দুজন সমন্বয়ককে উপদেষ্টা করা হয়েছে যারা ইসলামপন্থী নয়। মানে ইসলামপন্থী ধারা থেকে আসা যেসকল সমন্বয়ক জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনকে কারফিউ, ইন্টারনেট ব্ল্যাকআউট ও ডিবির মুচলেকা নাটক থেকে হেফাজত করে গণঅভ্যুত্থান পরিকল্পনা বাস্তবায়ন করেছে তাদেরকে উপদেষ্টা পরিষদে নেওয়া হয়নি।

এটি এখন স্পষ্ট যে ছাত্রদের ও আমাদের অনেক ত্যাগকে একটি চক্র স্রেফ কৌশল করে মুছে দেওয়ার চেষ্টায় লিপ্ত। এরা কুচক্রী মহলের সঙ্গে ষড়যন্ত্র করে সারা দেশের সংখ্যাগরিষ্ট সমন্বয়ক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংগঠকদেরকে উপেক্ষা করে হালুয়া রুটি ভাগ করার মতো অন্তর্বর্তীকালীন সরকারকে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। 
 
অথচ ছাত্র-গণআন্দোলনের আলোচিত শহীদরা বঞ্চিতদের নেতাকর্মী, স্বজন ও সুহৃদ।
 
এ অবস্থায় আমরা অসমাপ্ত আন্দোলনকে নতুন স্তরে উন্নীত করব। আন্দোলনের সন্ধিক্ষণে ঘোষিত ৯ দফা, সংবিধান বাতিল করে রাষ্ট্র সংস্কারের দাবিতে আমরা আবারো রাজপথে ফিরে যাব। ছাত্র-গণআন্দোলন বাংলাদেশের সর্বস্তরের জনগণের লড়াই ছিল, তাই এ আন্দোলনের ফসল লিবারেল-বামপন্থী-সুশীলীরা ভাগ বাটোয়ারা করে নিজেরা ভোগ করতে পারে না। বরং আন্দোলনের শহীদপক্ষের প্রতিনিধিদের অন্তর্বর্তীকালীন সরকারে দৃশ্যমানভাবে সংখ্যাগরিষ্ঠতা দিতে হবে। ড. ইউনূসকে আমরা প্রস্তাব করেছি এবং জামায়াতে ইসলামী তাকে সবার আগে সমর্থন করেছেন। তাই তার প্রতি আমাদের দৃঢ় সমর্থন থাকবে। তার বাইরে উপদেষ্টা পরিষদকে আন্দোলনের ত্যাগ ও সমাজ বাস্তবতার আলোকে পুনর্গঠন করতে হবে।
 

Writer & Researcher Analyst

Najmul Blog

আন্দোলন এ যে সকল ছাত্রদের প্রান গেছে তাদের বৃহদাংশ ছিলো রাজনৈতিক পরিচয় ধারী। কেউ ইসলামি ছাত্র শিবির তো কেউ জাতীয়তাবাদী ছাত্র দল তো কেউ বামপন্থী আদর্শের তো কেউ বিভিন্ন ইসলামি রাজনৈতিক দলের ছাত্র সদস্য। এখন কিছু নব্য দালাল বলে বেড়াচ্ছে এই আন্দোলন শুধুই ছাত্রদের আন্দোলন কোন রাজনৈতিক দলের ফায়দা লুটা চলবে না। 

সেই সব দালাল কে বলতে চাই এই সব আন্দোলনকারী ছাত্রদের কে নৈতিক শিক্ষা দিয়েছে তার পরিবার ও সংঘটন। তাদের কে শিক্ষা দিয়েছে কিভাবে নিজের দেশ কে গাদ্দার এর হাত থেকে রক্ষা করতে হয়। কিভাবে কঠিন অত্যাচারে ও দাবি আদায়ে অটল থাকতে হয়। 

এখন যাদের কে দেখবেন এই ব্যাপারে উল্টা পাল্টা বলছে হয় তারা বোকা নয়ত বিষেশ উদ্দেশ্য হাসিল এর ষড়যন্ত্র কারী।

 

Writer & Researcher Analyst

Najmul Blog

সংখ্যা লঘু কারা ছিল জানো…?

এদেশে প্রায় ডের যুগ ধরে সংখ্যা লঘু ছিল  তারাই যাদের  ছিল মুখে দাঁড়ি,মাথায় ছিল টুপি, পরনে ছিল ঢিলাঢালা পোশাক আর পাঁচ ওয়াক্ত নামাজ।জেল দিয়েছে , মরে ফেলেছে, নানা রকম নির্যাতন করেছে আমরা সকল কিছু সহ্য করেছি।আফসোস লাগে যারা আজ দেশের ভাবমূর্তি নষ্ট করছে।বাংলাদেশে হিন্দু বা অন্যান্য ধর্মের মানুষ এত টাই সুন্দর পরিবেশে আছেন যেটা অন্য দেশের মুসলমান রা নেই।

রাজনৈতিক সব কিছুই বামপন্থী হিন্দু এবং কুত্তা লীগ হিন্দু যারা আছে তারাই মুলত বাংলাদেশকে নিয়ে খেলছে। আর তা না হলে, আপনাদের মন্দির পাহারায় আমরা মুসলিম  আর শাহবাগে আমাদের বিপক্ষে আপনারা। কি চমৎকার তাই না।কিন্তু ন্যায় বলে কথা আছে। আপনাদের নাটকের কাছে তো ইন্ডিয়ান সিরিয়াল হার মানবেই সাথে নবেল পুরস্কার হিসাবে ঘোষিত করবে। অবশ্যই বামপন্থী মানুষ দেশের ও জাতির শত্রু।

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা সকল ষড়যন্ত্র হতে বাংলাদেশ ও দেশের জনগণকে হেফাজত করুন। আমিন

 

How May I Help You?

Lorem ipsum dolor sit amet elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. 

icon01-free-img

Sample Service 1

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper dapibus leo.

icon02-free-img

Sample Service 2

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper dapibus leo.

icon03-free-img

Sample Service 3

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper dapibus leo.

Work With Me

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Unim ad minim veniam, quepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia deserunt mollit anim.