আসিফ নজরুল সম্পর্কে কিছু কথা বলাই লাগলো আজকে।জুলাই মাস থেকে যখন ই বৈষম্য বিরুধি আন্দলন শুরু হয়,যখন বিকল্প কে এই প্রশ্ন টি আসে তখন থেকেই আমরা চেয়েছি এই হাসিনা সরকারের পতনের পর সরকার গঠন হবে বিপ্লবি সরকার।ছাত্রজনতা মিলে সিদ্ধান্ত নিলো মধ্যবর্তিকালীন সরকার। ১৬ বছরে যারা সংবিধান এর ১২টা বাজাই দিসিলো সেই সংবিধান এর ও পরিবর্তন চাইছি।
এবার আসি নজরুল সাহেবের কথায়।উনার পরিচয় একজন চরম শাহবাগ পন্থি লোক ভারতিয় চাটুকার। শাহবাগে যখন গনজাগরন মঞ্চ বানানো হইছিলো তখন এই নজরুল প্রথম আলো পত্রিকায় কলাম লিখেছিলো “একজন মৌলবাদির উত্থান” যা ছিলো আল্লামা দেলওয়ার হুসেন সাঈদি হুজুর কে নিয়ে। নির্যাতিত সাংবাদিক পিনাকি ভট্টাচার্য এর বিরুধিতা করেগেসে সেই অনেক কাল আগেও। তিনি একজন বিশাল প্রথম আলো প্রেমি,তাসলিমা প্রেমি,শাহবাগ প্রেমি। যখন থেকে দেখলেন এই ধর্মপ্রান মুসলমান রা দেশের প্রতিটি ক্ষেত্রে ইসলামি শাসন ব্যবস্থা চালু করতেছেন তখন থেকেই উপদেষ্টা মন্ডলিতে এক এক করে ডুকানো হয়েছে চরম থেকে চরম শাহবাগি দের।লাস্ট যখন ফারুকি কে ডুকানো হলো তখন ই সব কিছু স্পষ্ট হয়ে গেসে।শুধু মাত্র কি বিএনপি আর জামাত ফ্যাসিবাদ পূনর্বাসন করছে?এখন তো সরাসরি এই সরকার ই তা করে দিচ্ছে। আমরা চাই অতি দ্রুত এর পরিনাম কি দাঁড়ায় তা দেখতে।