হাওয়া ভবন চাই না–নাজমুল ইসলাম

আওয়ামীলীগ গত ১৫ বছরে বাংলাদেশের অর্থনীতি যেভাবে ধ্বংস করেছে তা বলার অপেক্ষা রাখে না। গত ১৫ বছরে ৯৩ বিলিয়ন ডলার পাচার হয়েছে।

দেশের চরম অর্থনৈতিক ধন্যদশার মধ্যে বিএনপি কি আবারো সেই হাওয়া ভবন এর মতো লুটপাট শুরু করবে? এ নিয়ে তৈরী হয়েছে জনমনে প্রশ্ন। ইতিমধ্যে শেখ হাসিনার পতনের পরপরই জায়গা দখল, লুটপাট শুরু করেছে দলটি যা দেশের বিভিন্ন মিডিয়ায় এসেছে।

আমরা কি তাহলে এক রাক্ষুসের কবল থেকে মুক্তি হয়ে আরেক রাক্ষুসের খপ্পরে পড়ছি না তো??

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *